শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় মহিলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:গত ২৮ অক্টোবার শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি জামাত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় শান্তি সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
সোমবার সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোছনা আরার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ শাহাদাত হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানান।

আরো পড়ুন

সর্বশেষ