নিজস্ব প্রতিবেদক:যশোরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার ।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৪০ জন যুবকের মাঝে ৪৫ লাখ টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়।

