অভয়নগর প্রতিনিধি:বিএনপি জামায়াতের অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ ও অবরোধের নামে বিএনপির অপতৎপরতা রুখে দিতে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নেতৃত্বে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে ধলগার মোড়ে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজারের পশ্চিম দিক থেকে শুরু করে যশোর নড়াইল মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
জামদিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা জয়না আবেদিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম তুর্কীসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবরোধের নামে বিএনপি জামায়াতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নেতৃত্বে রুখে দেওয়া হবে।
অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকায় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের কোন বিকল্প নেই উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

