শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ব্যাটারী চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে গ্রামীণ ফোন মোবাইল টাওয়ারের চুরির ৪টি ব্যাটারীসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ।

মঙ্গলবার  রাতে উপজেলার সরসকাটি বাজারে ফোনের টাওয়ারে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে রকিবুল ইসলাম (৪৫), বাগেরহাট জেলার কন্দুয়া থানার শিবপুর চন্দপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে হাফিজুল (২০) ও যশোর জেলার বেনাপোল থানার ভবের বেড় গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল আহাদ (২১)।

অপরদিকে অন্য চুরির ঘটনার সন্দিগ্ধ আসামি উপজেলার সন্যাসগাছা গ্রামের বিল্লাল শেখের ছেলে সাজমুল হাসান (২০) কে গ্রেফতার করে ভেরচী ফাঁড়ি পুলিশ।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সরসকাটি বাজার এলাকায় গ্রামীণ ফোন মোবাইল অপারেটরের টাওয়ার ভবনের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ফোন টাওয়ারের ব্যাটারী চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাদের আটক করে থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বিদূষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির ৪টি ব্যাটারী এবং চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১২-৬৭৯২ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করাসহ চোরদের আটক করে থানায় নিয়ে আসেন। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ