শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে জেল হত্যা দিবস পালিত

আরো খবর

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস-২০২৩ পালন করা হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগের জাতীয় চারজন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মুনসুর আলী, ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
শুক্রবার( ৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আকবর আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদনা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, অধ্যক্ষ(অবঃ) মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শেখ নুরুল আমিন, গাজী আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি, শেখ জালাল উদ্দীন দুলাল, হাওলাদার জুলফিকার আলি ভুট্টো, বিচিত্র বীর্য পাড়ে, শেখ শরিফুল ইসলাম, নিখিল রঞ্জণ চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা  বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রী সভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (বহিস্কৃত) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (বহিস্কৃত) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা আগেভাগে একটি ঘাতক দলও গঠন করে।   আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুসহ  জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ