শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিআরটিসি বাসে আগুন:অমিতসহ ৩৫ জনের নামে মামলা, আটক ৪

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোর শহরের মনিহার এলাকায়  বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে বিআরটিসি বাসে আগুন দেয়ার অভিযোগে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে এ মামলাটি করেছেন। থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা শহরের মনিহার এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এসআই জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

আরো পড়ুন

সর্বশেষ