অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে জিয়াউর রহমান খুনের ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকালে জিয়াউরের মা হাজেরা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে জানা যায়,শুক্রবার রাতে জিয়াউর রহমান স্থানীয় জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পান করছিলো। এ সময় কতিপয় সন্ত্রাসীরা ওই চায়ের দোকানে ঢুকে জিয়াউর রহমানের উপর ককটেল নিক্ষেপ করে।এতে জিয়াউর রহমান গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় ককটেল বিস্ফোরণের বিকট শব্দে চায়ের দোকান সহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, শনিবার বিকেলে নিহত জিয়াউরের মা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। আসামিদের আটক করতে অভিযান চলছে।

