শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বিপুল ফারাজীর নেতৃত্বে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোডাউন

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি:বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে যশোর -৪ নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‌্যালী, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে এ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
রোববার (৫ নভেম্বর) সকাল ১১ টায় বাঘারপাড়া উপজেলা সদর থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে র‌্যালী বের হয়।
মোটরসাইকেল র‌্যালীটি বোলদেঘাটা মোড় হয়ে বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা বাজার, জামদিয়া ইউনিয়নের ধলগারাস্তা, ভিটাবল্যা বাজার হয়ে বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজার, বসুন্দিয়া মোড়, অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ বাজার থেকে ঘুরে ফের বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তায় আসে।
এরপর ধলগারাস্তা হয়ে দোহাকুলা ইউনিয়ের খলসী, বহরমপুর ও বালিয়াডাঙ্গা বাজার থেকে বাঘারপাড়া উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে রায়পুর ইউনিয়ন হয়ে খাজুরায় গিয়ে মোটরসাইকেল র‌্যালী শেষ হয়।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরোধী মোটরসাইকেল র‌্যালী থামিয়ে বসুন্দিয়া মোড়ে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া বিভিন্ন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান, একই  ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা আব্দুল গণি,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমির খান, রিপন হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, গ্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মানিক,বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক
মহিবুল ইসলাম খান সাগর, যুবলীগ নেতা বিপ্লব হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, ও ইকবাল হোসেন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,ছাত্রলীগ নেতা সাদ খান হিমেন ও শাহরিয়ার তামিম, ইউপি সদস্য ফিরোজ হাসানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে যশোর-৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা,নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী মাঠে থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ