নিজস্ব প্রতিবেদক:রবিবার থেকে আবারো বিএনপির দুইদিন ব্যাপী অবরোধে যশোরে কোন প্রভাবই পড়েনি। সকাল থেকে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। রিক্সা, ইজিবাইক ও মটরসাইকেল চলাচল ছিল নিত্যদিনের মত। এদিকে অবৈধ অবরোধের প্রতিবাদে সাধারণ জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শহরের গাড়খানাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মিছিলটি বের হয়ে চিত্রমোড়, চৌরাস্তা, দড়াটানাসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
যশোরে অবরোধের প্রতিবাদে এমপি নাবিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে প্রতবাদ মিছিলে অংশ নেন জেলা আওয়ামীলীগের সহ- -সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, কৃষি সম্পাদক আবু সেলিম রানা, সদস্য কামাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুর রহমান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মৃদুল, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন প্রমুখ।
