বেনাপোল প্রতিনিধি:প্রথম চালানে রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে প্রায় ৬২ হাজার পিস মুরগির ডিম। ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন ভারতীয় রপ্তানি কারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি আমদানি করেন।
আমদানি কারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজ বন্দর সংশ্লিষ্টরা জানান আমদানিকৃত ডিমের
আমদানি মুল্য ২ হাজা ৯ শত ৮৮ দশমিক ৪০ মাঃ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। আমদানি মুল্যের উপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে।
বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের পণ্যচালানটি যেহেতু জরুরি এবং পচনশীল সে কারনে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যচালান পরীক্ষণ করে খালাশের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি রাতেই সকল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আমরা পুরো প্রক্রিয়াটি মনিটরিং করছি। আনলোড করা হয়েছে ডিমের চালান।

