নিজস্ব প্রতিবেদক: যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সহধর্মিণী জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)এর অতিরিক্ত পরিচালক ও যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বিপ্লবী রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রোববার রাত ১ টা ২৫ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন যাবত দুরাগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তাঁর অকাল মৃত্যুতে যশোর পুলিশ বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবিৃত দিয়েছে।
এনএসআই’র অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানীর শেষ নিঃশ্বাস ত্যাগ

