শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

আরো খবর

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি দিশারী পরিবহণের বাস, অন্যটি আলিফ পরিবহণের।

সোমবার বেলা ১১টায় মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা রোডে দিশারী পরিবহণের একটি ও বিকাল ৪টায় সনি সিনেমা হলের সামনে আলিফ পরিবহণের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি নেই। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।

এর আগে রোববার বিকালে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বাসটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ