বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানি শরু হওয়ায় বাজারে কমতে শুরু করেছে দাম। বেনাপোলে ডিম প্রতি হালিতে কমেছে ১২টাকা। সাড়ে ১০ থেকে ১১টাকায় মিলছে প্রতি পিচ ডিম।
রবিবার সন্ধায় ৬২হাজার পিস ভারতীয় মুরগির ডিম বেনাপোল বন্দরে প্রবেশ করে। এদিন রাতেই খালাস করা হয় ডিমের চালান।
বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৬২ হাজার পিস মুরগির ডিম আসে বেনাপোলে। যার আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকার বিডিএফ কর্পোরেশন।
আমদানিকৃত ডিমের আমদানি মুল্য ২হাজার৯শত৮৮ দশমিক ৪০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ ৩২হাজার টাকা। আমদানি মুল্যের উপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র দেওয়া হয়্। এদিকে ভারতীয় ডিম আমদানির খবরে বাজারে দাম কমতে শুরু করেছে।

