নিজস্ব প্রতিবেদক: যশোর: যশোরে ৭ নভেম্বর খুনি জিয়া কর্তৃক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস ও বিএনপির আগুন, সন্ত্রাস, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি সম্পাদক আবু সেলিম রানা, সমাজসেবা সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর আজাদ প্রমুখ।
যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে মিন্টুর নেতৃত্বে বিশাল শোডাউন

