মণিরামপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর খুলনায় বিশাল জনসভা সফল করার লক্ষে মণিরামপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, গৌর কুমার ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলনসহ উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে মণিরামপুর থেকে ১০০ বাস, শতাধিক সিএনজি- টেগার ও নেতা-কর্মীদের খাওয়ার ব্যবস্থা করবেন এস এম ইয়াকুব আলী।

