শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ফের সাতক্ষীরার স্থল বন্দর থেকে ২কোটির টাকা স্বর্নের বারসহ আটক-১

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ মাত্র দশ ঘন্টার ব্যাবধানে  সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর  ২ কোটি টাকার স্বর্নেরবার  আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ভোমরার স্থলবন্দরের লক্ষীদাড়ী সীমান্ত থেকে ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস সোনার বারসহ সাইফ উদ্দিন (২৩) নামে এক চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটক সাইফ উদ্দিন একই এলাকার  কবির সরকারের ছেলে।এর আগে বৃহস্পতিবার  সকালে ভোমরা সীমান্তের বাশকল এলাকা থেকে সোনাসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক চোরাকারীকে ১০পিচ স্বর্ণের বার সহ আটক করা হয়। বৃহস্পতিবার রাতে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল  ভোমরা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল লক্ষীদাড়ী সীমান্ত থেকে সাইফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২ কেজি ৪২০ গ্রাম ৬৬০ মিলিগ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করে।উদ্ধারকৃত স্বর্নেরবারের  মূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ ৫০ হাজারটাকা।
 অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক আরো  জানান, সকাললে  ভোমরা সীমান্তের বাশকল এলাকা থেকে সোনাসহ আশরাফুল ইসলাম (২৪) নামে
এক বাইসাইকেল চালককে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করে ১ কেজি ৪১০ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় দুইটি পৃথক পৃথক মামলা হয়েছে।এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ