সাতক্ষীরা প্রতিনিধি:অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মেসার্স এস. বি ফুড প্রোডাক্টস কে ৩হাজার ও ইসলাম এন্ড সন্স’ নামে দোকানে মিষ্টি প্রস্তুুতিতে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়ায় ১ হাজার টাকা সহ মোট,৪হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তাঅধিদপ্তর।
শুক্রবার দুপুরে জেলার কলারোয়া উপজেলার গোপীনাথপুর ও সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা বাজারে এঅভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমানে রংযুক্ত খাদ্যেপণ্য জব্দ ও ধবংস করা হয়।
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে জেলা ক্যাব সদস্যরা ও পুলিশের একটি টিম সহযোগিতা করে বলে জানান তিনি।
