নিজস্ব প্রতিবেদক:যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের গাওয়া ২০টি গানের এ্যালবাম ‘জয় বাংলা জয় ও একটি মুজিব এনে দাও দেখি’ এর মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের টাউন হল ময়দানে এক অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়েছে।
মোড়ক উন্মোচন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও স্বাধীন বাংলার শব্দসৈনিক শেখ সাদী খান। ২০টি গানের রচয়িতা মুক্তিযোদ্ধা কবি আমির হামজা। মোড়ক উন্মোচন শেষে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য।
চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, খুলনা জেলা শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি ও সঙ্গীত পরিচালক পলাশ চন্দ্র ঢালী । এর আগে কবি আমির হামজা স্মৃতি সংসদ’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা শেখ সাদি খান, সঙ্গীত পরিচালক অমিত টিটো চক্রবর্তী, পলাশ কুমার ঢালী, কণ্ঠ শিল্পী শ্রীকৃষ্ণ কু-ু, কবি লেখক মনিরুজ্জামান রোহান।
রাতে শুরু হয় সংগীতানুষ্ঠান। চাঁদের হাটের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় ‘আমি জন্ম নিয়েছি’ এবং ‘তোমার এই অবদান’। সঙ্গীত পরিবেশন করেন চাঁদের হাটের বন্ধু আমিন মাহমুদ বাবু এবং আজিজুর রহমান রিপন।
