শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও ২ কোটি পাচ্ছে বাংলাদেশ

আরো খবর

বিশ্বকাপের চলমান আসরে প্রত্যাশার ফাঁকা বেলুন ওড়াল টাইগাররা। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পায়। ৭ ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় বাংলাদেশ। তারপরও বিশ্বকাপ থেকে ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ ম্যাচ জিতেছে মাত্র ২টি। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরও এক লাখ মার্কিন ডলার।

সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার)।

বিশ্বকাপের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ রোববার সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফ্লাইটটি।

আরো পড়ুন

সর্বশেষ