শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাজা উদ্ধার, আটক ৩

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে পুলিশের দল। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বাগেরহাট শহরের খারদার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গাজা উদ্ধার ও বহনকারীদের আটক করা হয়। তারা মাদক ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চানমিয়া হাওলাদার এর ছেলে মিজান হাওলাদার (২৮) ও পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)। এ সময় তাদের বহনকারী কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং চট্ট মেট্টো শ-১১-২৩৪১ জব্দ করা হয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের ভিআইপি রোড মোড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালীন খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে আসতে দেখে সিগন্যাল দিয়ে ভ্যানে থাকা যাত্রী কবির মিজান এবং খালিদ হোসেন লিপুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা কাভার্ড ভ্যানের কেবিন হইতে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বাহির করিয়া দেয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব রায় বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরেশ হালদার আরো জানান, জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের নির্দেশনা মোতাবেক জেলার সকল জায়গায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তিনি সকলকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান। এই জেলায় মাদকের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তির ঠাঁই হবেনা বলেও জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ