শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগকে প্রতিরোধ গড়ে তুলতে হবে-এলজিআরডি প্রতিমন্ত্রী

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের  আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক শরিফুল ইসলাম রিপনের সঞ্চালনায় মণিরামপুর পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য এম পি। এসময় প্রতিমন্ত্রী বলেন,যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তৃর্ণমূলে যুবলীগকে আরো শক্তিশালী করতে হবে। তিনি সরকারের উন্নয়ন প্রচারণায় যুবলীগের স্বক্রীয় অংশ গ্রহণ এবং বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র  কাজী মাহমুদুল হাসান,তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান,  সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা পলাশ ঘোষসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ