শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরের পল্লী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:কেশবপুরের আলতাপোল মিফতাউল উলুম মাদ্রাসার পূর্ব পাশে কামরুজ্জামান বিশ্বাসের জমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা জমির মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪২ বছর। তার মাথায় লম্বা চুল, পরনে জিন্সের ফুল প্যান্ট ও গায়ে চেক শার্ট ছিল।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, মৃত ব্যক্তি আলতাপোল ও মঙ্গলকোর্ট এলাকায় বিভিন্ন দোকান থেকে খাদ্য দ্রব্য চেয়ে খেতো। তিনি পাগল ছিলেন। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ