শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

তফসিল ঘোষনার পর মণিরামপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ। বুধবার রাতে তফসিল ঘোষণার পর এ আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণার পর পরই মিছিল বের করে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ। এদিন রাত ৮টার দিকে মিছিলটি মণিরামপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন এই মিছিলে নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামীলীগ নেতা মিকাইক হোসেন, গৌর কুমার ঘোষ, হাসেম আলী।
মিছিলে আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার ঘোষণা দেন।

আরো পড়ুন

সর্বশেষ