রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঘূর্নিঝড়ের আশঙ্কায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্নিঝড়ের আশংকায় সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে  জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি  ও সাতক্ষীরার জেলা প্রশাসক মোহম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহি প্রকৌশলী মোঃ সালাউদ্দীন,ডাঃ ফরহাদ জামিলসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।এ সময় জেলা প্রশাসক  জানান, যে কোন ধরনের দূর্যোগ মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সকল আশ্রয় কেন্দ্র গুলোসহ সিপিপি ভলেন্টিয়ারদের।
জনস্বাস্থ্য অধিদপ্তরকে সুপেয় পানির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়া দূর্যোগমোকাবেলায়
পর্যাপ্ত শুকনো খাবার, ত্রানের চাউল ও নগদ টাকাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

আরো পড়ুন

সর্বশেষ