মণিরামপুর প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য যশোর-০৫ (মণিরামপুর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি। এসময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন, এস এম ইয়াকুব আলীর ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের চিকিৎসক ডা. মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, ঢাকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এস এম ইয়াকুব আলী বলেন, নিজেকে সব সময় ক্লিন রাখার চেষ্টা করেছি, ভবিষ্যতেও রাখব। আমি মণিরামপুরবাসীর দোয়া ও ব্যাপক সহযোগিতায় উৎসাহ নিয়ে নিজের নামে একটি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে রাজনীতি করছি। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেন, তাহলে দলীয় টিকেট আমার হাতে তুলে দিবেন। তবে আমার দৃঢ় বিশ্বাস দল আমাকে এবার মনোনয়ন দিবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ০১ থেকে ০৪ ডিসেম্বর প্রার্থীতা যাছাই বাছাই, ১৭ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ০৭ জানুয়ারী (রবিবার) ভোট গ্রহণ।

