বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যশোর -৪ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
রোববার দুপুরে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলীকসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ করে বিপুল ফারাজী সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে যশোর -৪ নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করছি। আওয়ামীলীগের ত্যাগী ও তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়নসহ সংগঠনকে সংগঠিত করে আসছি।তাই মনে করি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জননেত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা প্রতীক দিবেন’।
এসময় সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তরুণ এই আওয়ামীলীগ নেতা।

