সাইফুজ্জামান মন্টুঃ বাগআঁচড়া প্রতিনিধি:যশোরের শার্শার আমলাই গ্রামে নিজ বাড়ির উঠান থেকে সোনাভান (৪২)বছর বয়সী স্বামী পরিত্যক্তা এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসির ধারনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শা উপজেলার আমলাই গ্রামের নিজ বাড়ীর উঠানে বসে মাছ কাটছিলেন সোনাভান। এসময় পিছন থেকে কে বা কাহরা মেহগনি গাছের ডাল দিয়ে স্বজোরে তাকে আঘাত করলে ঘটনা স্থলে নিহত হয় এবং মুহুর্তের মধ্যে খুনি বা খুনিরা পালিয়ে যায়। নিহত সোনাভান শার্শা উপজেলার আমলাই গ্রামের মৃত মফেজউদ্দিনের মেয়ে ২ সন্তানের জননী।
খুনের বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সোনাভানের রক্তমাখা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে রাতেই লাশটি উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

