শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আরো খবর

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার দিকে (খুলনা-‌মোংলা) মহাসড়‌কের ফয়লা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসে আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে তৎক্ষনাৎ রামপাল থানা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস কর্মীরা এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, ফয়লা বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা৷ পরে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণ পরে রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা বের করতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ