রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জ-শরণখোলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বদিউজ্জামান সোহাগ

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামী লীগের পক্ষ হতে তাকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক মাহফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ