রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুল

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৪ (অভয়নগর -বসুন্দিয়া- বাঘারপাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক বাবুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  কেএম আবু নওশাদের হাতে  মনোনয়নপত্র তুলে দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি  ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ প্রমুখ ।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনামুল হক বাবুল  যশোরের অভয়নগর, বসুন্দিয়া,বাঘারপাড়ার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও  নিরপেক্ষ। জনগণ যা সিদ্ধান্ত নেবেন তা মাথা পেতে নেব। আশা করি তারা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন।মনোনয়ন জমা দেয়ার সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ