শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর-খুলনা মহাসড়কে  মাল বোঝাই ট্রাক উল্টে খাদে 

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:অভিশপ্ত যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলায় মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানা খন্দে ভরা এ মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও রেহাই নেই এই অঞ্চলের লাখ লাখ মানুষের।  গতকাল রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে মাল বোঝাই ট্রাক উল্টে পড়ে। তবে এ ঘটনায় কারোর হতা হতের ঘটনা ঘটেনি।
জানা যায়, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভুসি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৬৪০) যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
স্থানীয়রা জানায়, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে। কন্ট্রাক্টর কি কারণে এপাশ এরকম রেখে ভাঙ্গাগেট এলাকায় কাজ করছে তা জানা যায়নি। রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে।
ট্রাক চালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়ীকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দিই। মাটি সরে যাওয়ার কারনে বাম পাশে কাত হয়ে খাদে উল্টে যায়। আমার ও আমার হেলপারের কোনো ক্ষতি হয়নি।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি। রাস্তা উচুনিচুর কারনে ট্রাক উল্টে খাদে পড়েছে। কোনও হতা হতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন

সর্বশেষ