শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় গভীর রাতে  চার লাখ টাকার স্বর্ণালংকার চুরি

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায়  বাজারে ২টি  দোকানে রোববার গভীর রাতে  দোকানে টিন কেটে  নগদ টাকা সহ স্বর্ণ অলংকার চুরি হয়েছে ।

নয়ন জুয়েলারি দোকানের মালিক গৌর চন্দ্র সাতরাক জানান, তার দোকানে থেকে ড্রয়ার ভেঙ্গে নগদ  ১৩ হাজার টাকা এবং ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ অলংকার চুরি হয়েছে।   নিশিতা জুয়েলার্স’র  মালিক নিমাই বিশ্বাস জানান  তার দোকান থেকে  ১ লক্ষ  ৫০
হাজার টাকার অলংকার চুরি হয়েছে।   এ বিষয় বাজার ব্যবসাযয়ী সমিতির  যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান বলেন,  ২টি স্বর্ণের দোকানে চুরি হয়েছে।  সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হয়েছে।
থানা প্রশাসন প্রয়োজনে ব্যবস্থা নেবে।

আরো পড়ুন

সর্বশেষ