নিজস্ব প্রতিবেদক: যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ সংক্রান্ত আপিল শুনানি শেষে বাবুলের প্রার্থিতা বাতিল করে রায় দেয়। বাবুল সাংবাদিকদের জানিয়েছেন তিনি এ বিষয় উচ্চ আদালতে যাবেন।
যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন। এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায়ও আপিল করেছিলেন।

