রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে ইয়াবাসহ দুই যুবক গ্ৰেফতার

আরো খবর

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবকরা হলেন- উপজেলার রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া এলাকার রিয়াদ শেখ’র ছেলে জুবায়ের শেখ (২৫) ও রামপাল গ্রামের শেখ ফিরোজ কবির’র পুত্র ইফাজ কবির হিমেল(১৯)।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল খেয়াঘাট এলাকায় মাদক কেনা-বেচায় লিপ্ত আছে একদল যুবক। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর হুসাইন আহমেদ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় জুবায়ের ও হিমেলের দেহ তল্লাশী করে ১২ (বার) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার রাতে থানা সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (১৫ ডিসেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ