রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

প্রতিক পেয়েই নির্বাচনী মাঠ স্বরগরম

আরো খবর

বিশেষ প্রতিনিধি:প্রতিক নিয়েই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থক এবং ভোটারদের মধ্যে সৃস্টি হয়েছে বিপুল উৎসাহ উদ্দিপনা। প্রত্যেক এলাকার প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী কার্যক্রম। প্রচার প্রচারণার পাশাপাশি চলছে নির্বাচনী অফিস উদ্বোধনের কাজ।

সোমবার সকাল ১০ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। যা চলে বেলা ২ টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় পুলিশ সুপার প্রলয় জোয়াদ্দরসহ নির্বাচনী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার ৬ টি আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়। আওয়ামী লীগের দলীয় প্রতিকের বাইরে বেশীরভাগ স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ঈগল প্রতিক।

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ আফিল উদ্দিন পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক এবং জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক পেয়েছেন।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা প্রতীক ,স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মনিরুল ইসলাম ট্রাক , স্বতন্ত্র এসএম হাবিব ঈগল পাখি, জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল ডাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ এর শামছুল হক টেলিভিশন প্রতীক।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীক, স্বতন্ত্র সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগাল, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা , জাতীর পার্টির মাহবুব আলম লাঙল , ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায় আম প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান বটগাছ, তূণমুল বিএনপি কামরুজ্জামান সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ঈগল, তৃণমূল বিএনপির অব. লে. ক. এম শাব্বির আহমেদকে সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী মিনার ও জাতীয় পার্টির জহুরুল হক নাঙ্গল প্রতীক। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নৌকা, স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী পেয়েছেন ঈগল, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার ও জাতীয় পার্টির এমএ হালিম লাঙ্গল প্রতীক।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল, এইচএম আমির হোসেন কাঁচি ও জাতীয় পার্টির জিএম হাসানকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে প্রতিটি আসনেই প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গে নির্বাচনী আচারণ বিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে সকল প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহনযোগ্য ভোট গ্রহনের পরিবেশ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ