নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য প্রার্থী কাজী নাবিল আহমেদ। আজ মঙ্গলবার সকালে শহরের কাজী পাড়ায় এই মতবিনিময় সভার আযোজন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরি সভাপতি রবি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদি হাসান মিন্টুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

