শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে ঈগল প্রার্থীর ৩ সমর্থককে মারপিট

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর তিন সমর্থককে মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার কুয়াদা বাজারে নৌকা প্রতীকের কর্মী আসিফ হোসেনের হাতে তাঁরা মারপিটের শিকার হন বলে অভিযোগ উঠেছে।
মারপিটের শিকার তিন জন হলেন- কুয়াদা এলাকার সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম সরদার, লিটন হোসেন ও মকলেস উদ্দিন। এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মেহেদী মাসুদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মারপিটের শিকার নজরুল ইসলাম বলেন, কুয়াদা বাজারে আমার দোকান ঘরে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস হয়েছে। মকলেস অফিস পরিচালনার দায়িত্বে আছেন। মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের কর্মী আসিফ কয়েকজনকে নিয়ে মকলেসের সাথে বাকবিত-ায় জড়ায়। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে ফের বাকবিত-া হলে আসিফ নিজে মকলেসকে চড় থাপ্পড় মারে। আমি প্রতিবাদ করলে আসিফ আমাকে ঘুষি মারে। এই ঘটনা দেখে লিটন এগিয়ে আসলে তাঁকেও চড় থাপ্পড় মারে আসিফ। নজরুল ইসলাম বলেন, এরপর আমি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা থেকে পুলিশ আসে।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার তিন সমর্থক মারপিটের শিকার হয়েছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ