শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আমিরের

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:কেশবপুর আসনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর শাহীন চাকলাদারের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলায় ২০ টি নির্বাচনী অফিসের পরিবর্তে বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভায় ৫১ টি নির্বাচনী অফিস তৈরী করে নির্বাচন পরিচালনার অভিযোগ পাওয়া গেছে ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে কোনো প্রার্থীর তার নর্বাচনী এলাকায় নির্বাচন পরিচালনার জন্য পৌর সভার প্রতি ওয়ার্ডে ১ টি ও উপজেলার প্রতি

ইউনিয়নে ১ টি করে নির্বাচনী পরিচালনার অফিস তৈরী করতে পারবে। কিন্তু যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার এমপি তাঁর পক্ষে ১ টি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে ২০ টি নির্বাচন পরিচালনার অফিসের পরিবর্তে তিনি ৫১ নির্বাচন পরিচালনার অফিস তৈরী করেছেন যা আচরণ বিধি লঙ্ঘন। যার কারণে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন পরিচালনা জন্য ভীতিকর ও আশংকাজনক অবস্থা তৈরি হয়েছে। এবিষয়ে কেশবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী (কাঁচি মার্কা) উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন কেশবপুর সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।

তাদের তৈরী করাএকাধিক নির্বাচন পরিচালনা অফিসের মধ্যে পৌর সভায়-৯ টি, ত্রিমোহীনি ইউনিয়নে- ৩টি, সাগরদাঁড়ি ইউনিয়নে-৩ টি, মজিতপুর ইউনিয়নে- ১০ টি, বিদ্যানন্দকাটী ইউনিয়নে- ৬টি, মঙ্গলকোট ইউনিয়নে- ১টি,

কেশবপুর সদর ইউনিয়নে- ৯টি, পাঁজিয়া ইউনিয়নে-৫ টি, সুফলাকাটী ইউনিয়নে-৬ টি, গৌরিঘোনা ইউনিয়নে- ৪টি, সাতবাড়িয়া ইউনিয়নে- ৪টি ও হাসানপুর ইউনিয়নে- ১টি মোট ৫১ টি নির্বাচন পরিচালনা অফিসে তৈরি করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদার এমপি।

এবিষয়ে উপজেলা নওর্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম দৈনিক স্পন্দনকে বলেন একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় ইউনিয়ন প্রতি ১ টি ও পৌর সভার প্রতি ওয়াডে ১ টি করে নির্বাচন পরিচালনার অফিস তৈরী করতে পারবে।

এবিষয়ে কেশবপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন দৈনিক স্পন্দনকে বলেন স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা এখুনি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ