বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নকল ঔষধ তৈরির অভিযোগে সাজভেট লিমিটেডকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকার সাজভেট লিমিটেডে অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাগেরহাট ওষুধ প্রশাসন ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ
জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় উক্ত প্রতিষ্ঠান টি সাময়িক বন্ধ করা হয় এবং অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরির উপকরণ স্পটে ধ্বংস করা হয়। নস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

