কেশবপুর প্রতিনিধি: যশোরে কেশবপুর দেউলি চৌরাস্তার মোড়ে সরু রাস্তার খাদে পড়ে যায় কাঠ বোঝাই একটি ভ্যানগাড়ি। কিভাবে সেটি উদ্ধার করবেন তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন চালক।

এমনসময় ওই সড়ক দিয়ে কর্মীদের সাথে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। চালকের অসহায় অবস্থা দেখে তিনি ও তার কর্মীরা রশি দিয়ে টেনে খাদ থেকে ভ্যানটি সড়কে তুলে দেন। এমন বিপদ থেকে উদ্ধার করায় চালক তাঁর জন্য প্রাণ খুলে দোয়া করেন। ঘটনাটি ঘটে গত বুধবার।
একজন সংসদ সদস্য প্রার্থীর এমন মানবিকতা দৃস্টি এড়ায়নি গুগোলের। যা সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজিজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচন করছেন।

