বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে র্যাবের অভিযানে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
যশোর র্যাব-৬,অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান.গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। এমন খবরে যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গভীর রাতে বেনাপোল বারপোতা গ্রামের আনিচুর রহমান এর বাড়িতে অভিযান চালায়। । শুক্রবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ি মোঃ আনিচুর রহমান মোঃ আঃ মালেক মোঃ ইয়ার আলী গ্রাম উত্তর বারপোতা, এবং পুটখালে গ্রামের মোঃ আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারক কৃতদের স্বীকারোক্তি বাড়ির সামনের পুকুর হতে বিশেষ ভাবে রক্ষিত ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানায় নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

