বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ১৩টি ককটেলসহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে র্যাব-৬।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় র্যাব-৬ এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসময় তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বোমা ডিসপোজাল দল টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো ডিসপোজাল করেন।

