নড়াইল প্রতিনিধি:সারা দেশের ন্যায় নড়াইলেও উৎসবমূখর পরিবেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উচ্ছ্বসিত ও উদ্বেলিত শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯ টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী।
এসময় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব-শংকর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়, কালেক্টরেট বিদ্যালয়, পুলিশ লাইনস্ বিদ্যালয়সহ জেলার ৩টি উপজেলার সরকারি -বেসরকারি মাধ্যামিক, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় এ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলায় মাধ্যমিক স্তরে (মাদ্রাসাসহ) ৯৩ হাজার ৩৯২ জন শিক্ষার্থীর জন্য মোট বই এর চাহিদা ছিল ১১ লক্ষ ২৯ হাজার ৪ শ’ ৮৬ খানা এবং প্রাথমিক পর্যায়ে (প্রাক-প্রাথমিকসহ) ৭৭ হাজার ১৭৫ জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ৪ শ’ ১৭ খানা। প্রাথমিক পর্যায়ে চাহিদার শতভাগ বই পাওয়া গেলেও মাধ্যমিক পর্যায়ে কিছু ঘাটতি আছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা (মাধ্যমিক) কর্মকর্তা জাহাঙ্গীর আলম।##

