কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে কাইচি প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন। রোববার তিনি উপজেলার আউয়াল গাতি, বুড়িহাটি, হাসানপুর, মহাদেবপুর,কাকিলাখালি,টিটা মমিনপুর গ্রামে দিনভর গণসংযোগ করেন। এসময় তিনি সন্ত্রাস দুর্নীতি এবং মাদক মুক্ত কেশবপুর গড়তে কাইচি মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল।

