সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটপিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি ।রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয় । সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিজিবি । উদ্ধারকৃত স্বর্ণের বার গুলোর ওজন ১১৬ দশমিক ৬৪০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের পেয়ে বিজিবির সদস্যরা বৈকারী সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। তবে চোরাচালানীরা স্বর্ণের বার গুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা।স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসের জমা দিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

