শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ঈগল প্রতীকের মিছিলে তারুণ্যের জোয়ার

আরো খবর

  কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম  ঈগল প্রতীক নিয়ে মঙ্গলবার বিকেলে  প্রচার মিছিল পথসভা করেছেন। কেশবপুর পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীনশেষে  স্কুলমাঠে গিয়ে শেষ হয়।
ঈগল প্রতীকের এই মিছিলে কেশবপুর পৌরসভাসহ  ১১ টি ইউনিয়নের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। তবে এই প্রচারণায় তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
 প্রতক্ষদর্শীরা বলেছেন, বিকালে শহরে চারিদিক থেকে দলে দলে মিছিল আসতে থাকে।  মুহুর্তের মধ্যে ঈগলের শ্লোগানে-শ্লোগানে কেশবপুর শহর প্রকম্পিত হয়ে ওঠে। এর আগে এত তারুণ্যের জোয়ার চোখে পড়েনি।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম ।

 

এসময় তিনি বলেন, ঈগলের গণজোয়ার ঠেকাতে অপর পক্ষ থেকে হুমকি ধামকিসহ নানা ধরণের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। মহান আল্লাহ আমাদের সাথে আছেন আপনারা ভয় পাবেন না।

তিনি বলেন, গোটা কেশবপুরের প্রতি প্রশাসনের কঠোর নজরদারি আছে।  পেশী শক্তি প্রয়োগ করে কেউ রক্ষা পাবে না। ভোটের দিন প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে জড়ানো থাকবে। আপনারা নির্ভয়ে ভোট দিতে আসবেন। জয় আমাদের হবে ”ইনশাআল্লাহ”।

এ সময় অন্যান্যের  উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার  কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জি এম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম
আহ্বায়ক শামীম রেজা, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ