বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফকিরহাটের নওয়াপাড়া মোড় থেকে পাঁচ কেজি গাঁজাসহ লিটন আকন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা ডিবির ইন্সপেক্টর স্বপন কুমার রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন থেকে নেমে যাওয়ার সময় তাকে তল্লাশি করলে তার সাথে থাকা লাগেজের ভেতরে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। লিটন আকন বাগেরহাট জেলার মংলা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান।

