শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর মাজারে আজিজের ফতেহা পাঠ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। সোমবার ফজরের নামাজ পড়েই তিনি টুঙ্গি পাড়ায় ছুটে যান। সেখানে গিয়ে তিনি জাতির জনকের মাজারে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ফতেহা পাঠ করেন এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।এর পর তিনি গোপাল গঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তার সাথে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল ইসলাম যশোর ৬ কেশবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা লাভে ব্যার্থ হয়ে ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

আরো পড়ুন

সর্বশেষ