শ্যামনগর প্রতিনিধিঃ ঢাকায় সড়ক দূর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী গ্রামের সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।
জানাগেছে,শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের ইউনুছ আলী মোড়লের ছেলে সাইফুল ইসলাম (২৮) গত সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে নিজ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেয়ে মাথায় আঘাত পায়।
দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলাম ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করতেন,মঙ্গলবার দুপুর ২টায় তার গ্রামের বাড়ি জয়নগরে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

