শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ফেইসবুক পেইজ খুলে প্রতারণা, গ্রেপ্তার ২

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে তাদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯ টি মোবাইল ফোন ও ১৬ টি মোবাইল সিম জব্দ করে পুলিশ। কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের দুই ছেলে শাহ জালাল (২৭) ও শাহ জামান (২৩) প্রায় এক বছর ধরে ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে ১৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতারণার মাধ্যমে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা হাতিয়ে নিয়েছে।

রেজওয়ান সিদ্দিক ইমরান নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুই সাইজের কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভূক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে ‘নগদ’ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯শ’ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্র ভূক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং পরবর্তীতে মোবাইল ফোনও রিসিভ করেনি।

ভূক্তভোগী রেজওয়ান নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থাকায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে বলে পুলিশ সুপার জানান।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও মোঃ দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ